আবেগের সংজ্ঞায়িত করা অনেক কঠিন, আমরা সাধারণত আবেগ বলতে বুঝি,অনুভূতি,মানসিক বিষয়টা আমরা যদি আর একটু গভীর ভাবে চিন্তা করি তাহলে বলা যায়,উৎবেগ,ব্যকুলতা,ভাব,চিন্তা,চেতনা,ইত্যাদি।
যেমন একটা ৬মাসের শিশু থেকে ৩বছরের শিশুর প্রতি মায়ের যেমন আবেগ ভালবাসা,সে ক্ষেত্রে প্রত্যেক মানুষের আবেগ,মায়ের চাইতে কমনা।এ বুঝি আবেগ- আদতে বিষয়টা একেবারেই অন্য রকম। আবেগ-অনুভূতি নিয়েই তো জীবন। একটা শিশু যখন মা-মা, বাবা-বাবা, তার ভাষা দিয়ে বিভিন্ন আকার অকৃতি দিয়ে বুঝাতে চায় এবং কথা বলতে চায় তখন মায়ের আবেগ শিশু প্রতি কেমন থাকে।
শিশু কিশোরদের আবেগ অনুভূতি শারীরিক মানসিক দুই হতে পারে আবেগ মুলত মানসিক এক্ষেত্রে আবেগকে বলা হয় অনুভূতির উৎস,শারীরিক ভাবে মসৃণ পেশী এবং বিভিন্ন গ্রন্থির করণে শরীরের পরিবর্তন হয় তাকে আমরা আবেগ বলতে পারি।
আবেগের প্রকাশ বিভিন্ন ভাবে হয়ে থাকে দুশ্চিন্তায় থাকলে পেটে অস্বস্তি হতে পারে,ভয়ে থাকলে শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে আসতে পারে। আমরা এবার ভিন্ন ভাবে আলোচনা করি বৈষ্যমবিরোধী ছাত্র আনন্দোলনে যে সব প্রাণ চলে গেলো তখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখনো হচ্ছে তখন অনেক শিশু কিশোর যুবক বৃদ্ধ নিরবে কেদেঁ ফেলেছে এক পর্যয়ে আবেগে মাঠে নেমে আসছে।এই আবেগ থেকেই মানুষের ভালবাসার জন্ম নেয়।
আবেগ শিশু কিশোরদের জীবন গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এ সময়ে কিশোর কিশোরীরা নিজেদের নতুন ভাবে গড়ে তুলতে চায়। এই সময়টা বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আবেগ কাজ করে দেহের এবং মনের পরির্বন ঘটে। ছেলে মেয়ের প্রতি মেয়েরা ছেলের প্রতি মনে এক ধরনের আবেগের সঞ্চার ঘটে। কারো প্রতি ভীষণ ভালো লাগা কাজ করে। যে ভালো লাগা কখনো কখনো প্রেম হিসেবেও ধরা দেয় আমাদের জীবনে, যেটা জীবনের শেষ করে দিতে পারে। তাই এই সময় বিশেষ করে মা বাবা কে খেয়াল রাখতে হবে। কারণ তাদের শাররীকএবং মানসিক পরিবর্তন ঘটে। মা বাবা কে তার সন্তানের কাছের বন্ধু হইতে হবে।কৈশোরের এই প্রেম ভালো নাকি খারাপ? পরিবারের সদস্যদের উচিত কোনটা ভালো আর কোনটা খারাপ কৈশোরে কিশোর কিশোরীকে বুঝিয়ে বলা। তাদের প্রতি জোর না করা বা কোনো কিছু জোর করে চাপিয়ে না দেওয়া।
এছাড়া একজন কিশোর কিশোরীর দৃষ্টিভঙ্গি থেকে তার কী করা উচিত? আমি মনে করি, তার উচিত নিজের পড়াশোনাকে ঠিক রেখে প্রেম বা ভালো লাগা নিয়ে বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলা। তবে এই সময়টায় সবচেয়ে বেশি জরুরি, নিজের ভালো মন্দ সম্পর্কে জানা।জীবনের ধাপগুলো খুবই সুন্দর। সুন্দর ভাবে এই দিনগুলো অতিক্রম করা প্রয়োজন। তাই, আবেগকে সঠিক ভাবে চালিত করা, পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ওমা বাবা কে ভালো বন্ধু বানালেই আমার মনে হয় সবার কৈশোর সুন্দর হয়ে উঠবে।
আবেগ ভালোবাসা কি? এটা একমাত্র মা বাবা যদি সন্তানে ভালো বন্ধু হয় তাহলে সব কিছু সুন্দর ভাবে তার জীবন কে গড়ে তুলতে পারবে।