ছুটির ঘন্টা-শিশু কিশোরদের শিক্ষা,সংস্কৃতি,বিনোদন,খেলাধুলা,ওঅনুপ্রেরণামুলক র্বাতা।

ছুটির ঘন্টা-শিশু কিশোরদের শিক্ষা,সংস্কৃতি,বিনোদন,খেলাধুলা,ওঅনুপ্রেরণামুলক র্বাতা।

আজ শিশু কিশোর রা যান্ত্রিক জীবন ও প্রতিযোগিতার ভিতর দিয়ে চলতে গিয়ে কোমল মতি শিশুরা  হারিয়ে যাচ্ছে ”আমাদের ছেলেবেলা” থেকে। ছেলেবেলার কত স্মৃতির,খেলাধুলা,দাদা দাদুর গল্প বলা,স্কুল বন্ধের ছুটি তে নানা,নানীর খালার বাড়ী,ফুফুরবাড়ী বেড়ানো সে কি আনন্দ। একটা শিশুকে শারীরিক মানসিক গডার জন্য খেলাধুলার পরির্বতে তারা বেছে নিচ্ছে মোবাইল, কম্পিউটার ও টেলিভিশন সহ বিভিন্ন গেম ও অনৈতিক কর্মকান্ডে,যা এখন কিশোর গ্যাং নামে পরিচিত।কিছু বিদেশী চ্যানেল উপযোগী শিশুতোষ অনুষ্ঠান প্রচার করলে ও এদিকে পিছিয়ে আছে দেশীয় চ্যানেল গুলো।এর ফলে আমাদের শিশুদের, দূরত্ব বাড়ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে।শিশুদের এই আনন্দহীন শৈশব ধরে রাখতে”,ছুটির ঘন্টা” এই চ্যানেলের মাধ্যমে শিশুরা তাদের পরিবারের সাথে আনন্দের সময় কাটাতে পারবে ও শিখতে পারবে নানা বিষয়ে,গড়তে পারবে সুন্দর শৈশব,কৈশোর। কোমলমতি শিশুরা যাতে কিশোরদের শিক্ষা,সংস্কৃতি,বিনোদন,খেলাধুলা,মুল্যবোধ.মানসিক বিকাশ,শারীরিক বিকাশ,স্বাস্থ্য সুরক্ষা,ভুলত্রুটি ওঅনুপ্রেরণামুলক র্বাতা মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ছায়ায় বেড়ে উঠতে পারে সে জন্যই আমাদের এই আয়োজন। আমরা স্বপ্ন দেখি  এক সুন্দর  র্স্মাট বাংলাদেশ উপহার দেওয়ার, তাদের জন্য এক আনন্দের জগৎ নির্মাণ করার, ভবিষ্যৎ সুনাগরিক ও হিসেবে তৈরি করার প্রত্যয় নিয়ে আমাদের ছুটির ঘন্টা।

ছুটির ঘন্টা-শিশু কিশোরদের শিক্ষা,সংস্কৃতি,বিনোদন,খেলাধুলা,মুল্যবোধ.মানসিক বিকাশ,শারীরিক বিকাশ,স্বাস্থ্য সুরক্ষা,ভুলত্রুটি ওঅনুপ্রেরণামুলক র্বাতা।

নতুন কিছু শিশু কিশোদের কে নিয়ে ছুটির ঘন্টা পথ শুরু করলাম।