আজকের শিশু আগামী দিনে ভবিষৎ,শিশুরা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠলে সুন্দর সমাজ দেশ গড়ার ভুমিকা পালন করতে পারবে।
শৈশবের গোড়ার দিকে শিশুরা কথা বলতে এবং স্বাধীনভাবে হাঁটতে শুরু করে। এর মতে শৈশবের প্রাথমিক পর্যায় ৮ বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ে শিশুরা দেখে , পরীক্ষা-নিরীক্ষা করে এবং অন্যদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জিনিস শিখে থাকে। বড়রা পরামর্শ এবং সাহায্য করে তাদের উন্নয়নে ভূমিকা রাখে। এর ফলে বড়দের এবং শিশুদের মধ্য মায়ার বন্ধন গড়ে ওঠে। এই পর্যায়ে শিশুরা সমাজ থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে থাকে।
শিশুদের অধিকারগুলোর মধ্য অন্যতম হলঃ-
- বেঁচে থাকার অধিকার।
- পিতামাতার সাথে বসবাসের অধিকার।
- মত প্রকাশের অধিকার।
- শিশুর চিন্তা, বিবেক ও ধর্মীয় স্বাধীনতার অধিকারের প্রতি সম্মান দেখানো।
- শিশুর সংঘবদ্ধ ও সমাবেশের অধিকার।
- মর্যাদা ও সুনামের অধিকার।
- চিকিৎসার অধিকার।
- সামাজিক নিরাপত্তার অধিকার।
- শিক্ষা লাভের অধিকার।
- বিনোদনের অধিকার।