সমাজের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান”

সমাজের জন্য বিজ্ঞান, মানুষের জন্য বিজ্ঞান, চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান”

৯ নভেম্বর ২৪ইং শহীদ রুমী স্কোয়াড বিজ্ঞান মেলার আয়োজন করে, সঠিক পদ্ধতিতে সত্যের অনুসন্ধান, মানবিক যুক্তিবোধ, আধুনিক ও বিজ্ঞান মনস্ক চিন্তার চর্চা এবং পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্কোয়াডের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।

এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শিরতাজ সিদ্দিকী খেলাঘর এর প্রাক্তন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন গণ অধিকার বাস্তবায়ন মহল্লা কমিটির সভাপতি নাসির উদ্দিন রানা সহ সভাপতি আশরাফ উদ্দিন শিক্ষক আনোয়ার হোসেন
আছমা আক্তার সহ অতিথিবৃন্দ বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। ক্ষুদে বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ( তামিম) বিজ্ঞানী মাদাম কুরি( রিয়া)বিজ্ঞানী গ্যালিলও গ্যালিলি( আবির) সকল কিছু ঘুরে দেখেন।

অতিথিরা বলেন বিজ্ঞান মানুষকে কুসংস্কারের হাত থেকে রক্ষা করছে। বিজ্ঞান জ্ঞান দিয়ে মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে। বিজ্ঞান শুধু বই পড়া,শোনা বা দেখার বিষয় না বরং বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হয় হাতে কলমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে। বিজ্ঞান শিখিয়েছে কীভাবে ছোটো ছোটো প্রশ্ন থেকে বড় কিছু আবিষ্কার করা যায়। পাশাপাশি বিজ্ঞান চর্চার মাধ্যমে একদল যুক্তিবাদী মানুষ নতুন সমাজ নির্মাণের কাজে এগিয়ে আসছে।
এমন কি দামাল ছেলেমেয়েরাই হয়েছে পৃথিবীতে নতুন যুগের স্রষ্টা।

সব শেষে শহীদ রুমী স্কোয়াডের শিক্ষক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।