শিশু-কিশোরদের চরিত্র গঠনে আমাদের মা বাবকে খেয়াল রাখতে হবে প্রথমত শিশুদের মন অত্যন্ত কোমল ও পবিত্র। তাদরে মনে আজ যদি কোন ভাল-মন্দ যদি স্থান করে নেয়, তা তাদের ভবিষ্যত জীবনে শেষ পযর্ন্ত থেকে যাবে।তাই শিশু-কিশোরদের সাথে কথা বলার সময় খেয়াল রাখতে হবে কোনটা ভাল-মন্দ, কখনো খেলার ছলেও মিথ্যা বলা যাবেনা, আমাদের মহানবী রাসূল (সাঃ) শিশু-কিশোরদের সাথে সরল-সত্য ব্যবহার করেছেন এবং আমাদেরকেও করার নির্দেশ দিয়েছেন।
আমাদের সমাজে যত গুলো মন্দ কাজ আছে সব বিপরীত মুখী ক্ষতিকর বিষয় থেকে পরিবার,গ্রাম পাডা মহল্লা সমাজ তথা জাতি দেশ বিশ্বকে বাঁচাতে আজকে শিশু কিশোরাই হলো মূল চাবি-কাঠি, আমাদের শিশু-কিশোররাই কাঙ্খিত সমাজ গঠনের মূল ক্ষেত্র। যদি আমরা শিশুদের আদর্শ-চরিত্র গঠনের প্রশিক্ষণ দিতে চাই, তা হলে মহানবীর (সাঃ) আদর্শ অনুসরণ করা ব্যতীত কোন গন্তব্য নেই। স্বয়ং আল্লাহ তা’আলা এরশাদ করেন; নিঃসন্দেহে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন। (সূরা: কলম- ৪) অন্যত্র আল্লাহ বলেন: আসলে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা: আহযাব ২১) তাই আসুন শিশু-কিশেরদের প্রতি মহনবীর আদর্শ আলোচনা করি।
আমরা পরিবার থেকে শিখি,পরিবারে মা বাবা হলেন শিশু কিশোরদের আদর্শ শিক্ষার কারিগর,তার পর শিক্ষক শিক্ষিকা,সমাজ
মানুষের মহৎ ও উন্নত জীবন গড়ে ওঠে তার শৈশব ও কৈশোর জীবনের উপর ভিত্তি করে।একটি আদর্শ সমাজের ভিত্তি নির্ভর করে আদর্শ “মা” তার সন্তানকে পবিত্র ও নৈতিক শিক্ষাদান ও সুষ্ঠ সুন্দর পরিবেশে লালন-পালনের উপর। কেননা পরিবার হলো শিশু-কিশোরদের জন্য সবচেয়ে বড় শিক্ষাঙ্গন। শিশু কিশোর অনুসরণ,অনুকরণ প্রিয় যা দেখে এবং শুনে তাই শিখে তাই মা বাবা কে খেয়াল রাখতে হবে।
আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। আমরা যদি আমাদের শিশু কিশোরদের কে আমাদের মহানবী রাসূল (সাঃ)-এর আদর্শ অনুসরণে সৎচরিত্রবান করে গড়ে তুলি তাহলে পরবর্তী প্রজন্মকে তারা তাদের মতই করে গড়ে তুলতে পারবে।এ ধারাবাহিকতায় গড়ে উঠতে শুরু করবে সুন্দর, শান্তিময় পরিবার আর ক্রমান্নয়ে সমাজ-জাতি ও দেশ। যার ফলে আমরা আবার ফিরে পাবো আমাদের হারানো নৈতিক মূল্যবোধ আদর্শ ব্যক্তি তথা সব কিছু। মুক্তি পাবো পাপ মুক্ত সমাজ দেশ। অশান্তি, দাঙ্গা-হাঙ্গামা, লুন্ঠন, ধর্ষণ, চুরি-ডাকাতি, হানাহানি-কাটাকাটি, মারামারি ইত্যাদি জাহিলিয়াতের অন্ধকার যুগের ঘৃণ্যরীতি নীতির বিষধর ছোঁবল থেকে। আল্লাহ আমাদের চরিত্র গঠনের পবিত্র সাধনায় ব্রত থাকার তাওফীক দান কুরন। আমীন
শিশু কিশোরদের চরিত্র গঠনে আমাদের কে মহানবীর(সাঃ)আদর্শ অনুসরণ করতে হবে।