লিওনেল মেসি আমেরিকান ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এই খেলায় দর্শক হু হু করে বেড়ে চলেছে। ইন্টার মায়ামি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতীয় দলকেও নেতৃত্ব দিচ্ছেন। আর্জেন্টিনাকে তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দলটির পেনাল্টি শুটআউটে জয়ের ম্যাচে রেকর্ড দর্শক ফক্স স্পোর্টসে টিউন করেছেন।
যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষার এই টিভিতে সবচেয়ে বেশি দেখা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল এটি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ এ সমতা শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্জেন্টিনা। চ্যানেলটিতে খেলা দেখেছেন ১৮ লাখ ৭০ হাজার দর্শক। ফক্স স্পোর্টস বলছে, ২০২১ সালের কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের চেয়ে এবার ৪৮২ শতাংশ দর্শক বেড়েছে এবং ২০১৬ সালের চেয়ে ৫৭ শতাংশ।
আর্জেন্টিনা এবার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জয় থেকে আর দুই ম্যাচ দূরে। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে কানাডার সঙ্গে সেমিফাইনাল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।